দুর্গাপুর ধর্ষণকান্ডে টিআই প্যারেড রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, মূল অভিযুক্ত ফিরদৌস
দুর্গাপুর, ২৪ অক্টোবর (হি. স) : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া যুবতীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের টিআই (টেস্ট আইডেন্টিফিকেশন) প্যারেডের রিপোর্ট সোমবার জমা পড়তেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ দাবি করেছেন, মূল ধর্ষক হলেন ফিরদৌস
দুর্গাপুর ধর্ষণকান্ডে টিআই প্যারেড রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, মূল অভিযুক্ত ফিরদৌস


দুর্গাপুর, ২৪ অক্টোবর (হি. স) : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া যুবতীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের টিআই (টেস্ট আইডেন্টিফিকেশন) প্যারেডের রিপোর্ট সোমবার জমা পড়তেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ দাবি করেছেন, মূল ধর্ষক হলেন ফিরদৌস শেখ।

গত ১০ অক্টোবর রাতে কলেজ থেকে খাবার খেতে বের হওয়া ওই ডাক্তারি পড়ুয়ার উপর ঘটে এই ভয়াবহ ঘটনা। পুলিশ এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন শেখ নাসিরউদ্দীন, শেখ সফিকুল, শেখ রিয়াজউদ্দীন, ফিরদৌস শেখ এবং অপু বাউরি। এছাড়া নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলিকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার প্যারেডে অভিযুক্তরা উপস্থিত হন। নির্যাতিতার আইনজীবী আবেদন করেন, রিপোর্ট খোলা হোক। বিচারক আবেদন মঞ্জুর করেন। পার্থ ঘোষ বলেন, “ফিরদৌস শেখই মূল অভিযুক্ত। বাকি পাঁচজনও এই গণধর্ষণে জড়িত।”

বিচারক পরবর্তী শুনানির তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande