
কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার তারিখ সংক্রান্ত নির্দেশ স্থগিত করে দিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। তাঁকে মিল্লি আল আমিন কলেজের সহকারী অধ্যাপিকা পদ-সহ অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার তারিখ ঘিরে জটিলতা তৈরি হয়েছিল উচ্চশিক্ষা দফতরের একটি সাম্প্রতিক চিঠির জেরে।
নির্দেশ সংশোধনের আর্জি জানিয়ে বৈশাখী পাল্টা চিঠি দেন। গত শুক্রবার খবরটি প্রকাশ্যে আসার ৭২ ঘণ্টার মধ্যে নিজেদের নির্দেশ স্থগিত করল উচ্চশিক্ষা দফতর। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে।
সোমবার উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে লেখা হয়েছে, যেহেতু বৈশাখী আগের বিজ্ঞপ্তিটিতে কিছু ‘অসঙ্গতি এবং আইনি সমস্যা ’থাকার কথা জানিয়েছেন, তাই ওই বিজ্ঞপ্তির মাধ্যমে জারি হওয়া নির্দেশটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে এবং আইনি পরামর্শ নিয়ে পরবর্তী নির্দেশ জারি করা হবে। তত দিন পর্যন্ত আগের নির্দেশটি স্থগিত থাকবে।
প্রসঙ্গত, দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দিন বৈঠক হয়েছিল কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের, তার পরের সকালেই শোভন-বৈশাখীর গোলপার্কের ফ্ল্যাটে উচ্চশিক্ষা দফতরের ওই চিঠি পৌঁছোয়। চিঠিতে তারিখ ছিল ‘৮ আগস্ট, ২০২৫’।
এর পরেই বৈশাখী প্রশ্ন তুলেছিলেন, চিঠি অত আগে পাঠানো হয়ে থাকলে তা পৌঁছোতে এত দেরি হল কেন? উচ্চশিক্ষা দফতর যখন ছুটিতে, তখন বিশেষ বার্তাবাহকের মাধ্যমে আচমকা ওই চিঠি কেন তাঁদের বাড়িতে পাঠানো হল, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত