চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স বাড়ল ৬০০ পয়েন্ট
মুম্বই, ২৭ অক্টোবর (হি. স.) : সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশন সোমবার উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে ভারতের শেয়ার বাজারের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স বেড়েছে প্রায় ৬০০ পয়েন্ট এবং
চাঙ্গা শেয়ার বাজার


মুম্বই, ২৭ অক্টোবর (হি. স.) : সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার।

সপ্তাহের প্রথম ট্রেডিং সেশন সোমবার উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে ভারতের শেয়ার বাজারের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স বেড়েছে প্রায় ৬০০ পয়েন্ট এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ বেড়েছে প্রায় ১৫০ পয়েন্ট। এর জেরে সেনসেক্স ৮৪ হাজার ৭০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছিল। নিফটি৫০ ২৫ হাজার ৯৫০ ছাড়িয়েছে।

টানা ৬ সেশনে বৃদ্ধির পরে গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশন শুক্রবার সেনসেক্স ও নিফটি৫০-র পতন হয়েছিল। এ সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে বাজারের পরিস্থিতি কী থাকবে তা নিয়ে সন্দিহান ছিলেন লগ্নিকারী থেকে বাজার বিশেষজ্ঞ। যদিও গিফ্ট নিফটি থেকে পজ়িটিভ স্টার্টের প্রত্যাশা বেড়েছিল। সেই প্রত্যাশা পূরণও হয়েছে। শেষ ক্লোজ়িংয়ের থেকে প্রায় ০.৩০ শতাংশ হায়ার পয়েন্টে ওপেনিং হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। এর পরে সেই বৃদ্ধি অঙ্ক পৌঁছে গিয়েছে ০.৭০ শতাংশের আশপাশে।

সোমবার টাটা স্টিল, ভারতী এয়ারটেল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচসিএলটেকনোলজ়িস, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসের মতো সেনসেক্সের একাধিক হেভিওয়েট স্টকের বৃদ্ধি হয়েছে ১ থেকে ২ শতাংশের মধ্যে। ফিনানশিয়াল সেক্টরের একাধিক স্টকও উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে ১.৩৫ শতাংশ। সেখানে ব্যাঙ্ক নিফটি বেড়েছে প্রায় ০.৭৬ শতাংশ। নিফটিতে ইন্ডিয়া ডিফেন্স এবং ফার্মা বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্সের বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে সোমবার।

সোমবার এশিয়ার বিভিন্ন দেশের বাজারেরও বড় মাত্রায় বৃদ্ধি হয়েছে বৃহস্পতিবার। জাপানের নিক্কেই এই প্রথমবার ৫০ হাজার পয়েন্টের গণ্ডি ছাড়িয়েছে। জাপানের টপিক্স, দক্ষিণ কোরিয়ার কোসপি, হংকংয়ের হ্যাংসেং-এর মতো এশিয়ার গুরুত্বপূর্ণ একাধিক স্টক মার্কেট ইনডেক্সের বিপুল বৃদ্ধি হয়েছে। সেনসেক্স ও নিফটি৫০-ও যুক্ত হলো সেই তালিকায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande