“এমনটাই হওয়া উচিত”, এসআইআর নিয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া
কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): সোমবার পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গোটা বিষয়টি নিয়ে স্বভাবতই খুব খুশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন, এমনটাই হওয়া উচিত। এসআইআর নিয়ে অন্যান্য রাজ্যে যত ন
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): সোমবার পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গোটা বিষয়টি নিয়ে স্বভাবতই খুব খুশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন, এমনটাই হওয়া উচিত।

এসআইআর নিয়ে অন্যান্য রাজ্যে যত না উত্তেজনা তার থেকেও বেশি উত্তেজনা বাংলায়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্র আর নির্বাচন কমিশন মিলে ভোটার তালিকা থেকে বিজেপি বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে।

যদিও কমিশন এই অভিযোগ পত্রপাট খারিজ করে রাজ্য সরকারকে সংবিধানের কথা মনে করিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুরু থেকেই 'ভুয়ো ভোটার' ইস্যুতে সরব। বারবার বলে এসেছেন, এসআইআর হলে অন্তত ১ কোটি ভুয়ো ভোটার বাংলা থেকে বাদ যাবে। এরা আর কেউ নন, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম।

সোমবার এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি বলেন, ''ডবল এন্ট্রি, ত্রিপল এন্ট্রির ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এতো ভাল কথা। ভুয়ো ভোটার বাদ যাবে, পরিচ্ছন্ন ভোটার তালিকাই নির্বাচনের সবচেয়ে বড় হাতিয়ার হওয়া উচিত।''

প্রসঙ্গত, এই সময়ের মধ্যেই নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ ইত্যাদি তথ্যের সংশোধন করা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande