
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : ভিনু মানকঁড় ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। মুম্বইয়ের মুখোমুখি হতে চলেছে। অনূর্ধ্ব - ১৯ ক্রিকেটের খেতাব জিততে সবরকমভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলা দল। সোমবার গুজরাটের মাটিতে পুরোদমে অনুশীলন করেছে বাংলার খেলোয়াড়রা। বাংলা দলের নেতৃত্বে রয়েছে দলনেতা চন্দ্রহাস দাশ। আগামীকাল সানোসারা ক্রিকেট গ্রাউন্ড - 'বি' তে বাংলা ও মুম্বই পরস্পরের মধ্যে খেলতে নামছে। এই নিয়ে আত্মবিশ্বাসী বাংলা দল। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এদিন জানিয়েছে - বাংলা দলের প্রধান কোচ সৌরাশিস লাহিড়ী ও কোচ সঞ্জীব সান্যাল এর কড়া নজরদারিতেই চলছে প্রস্তুতি এবং অনুশীলন পর্ব। সুতরাং মনোবল তুঙ্গে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত