
খাতড়া, ২৭ অক্টোবর (হি. স.) : বাঁকুড়ার হিড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে রাস্তার ধারে পথবাতি লাগানোর সময় ক্রেন উলটে মৃত্যু হল যুবকের। দুর্ঘটনায় জখম শিশু-সহ ৭ জন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে । মৃত যুবকের নাম সনু চক্রবর্তী। তার বাড়ি হিড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে। ঘটনা ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহড়ামুড়ি এলাকায় বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের রাস্তার পাশে পথবাতি লাগানোর কাজ চলছিল। উঁচু পোস্টে আলো লাগানোর জন্য একটি ক্রেন আনা হয়েছিল। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ কাজ চলার সময় আচমকাই ক্রেনটি উল্টে গিয়ে বিপত্তি ঘটে। রাস্তার পাশে একটি সেলুনের উপরে পড়ে। ওই সেলুনের একাংশ ভেঙে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রমিক ও স্থানীয়রা। দুর্ঘটনায় অনেকেই জখম হন।
হিন্দুস্থান সমাচার / সোনালি