বরাবাঁকিতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, আহত এক
বরাবাঁকি, ২৭ অক্টোবর (হি.স.) : সোমবার সকালে উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার রামনগর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত আরও একজন। পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর কলোনির বাসিন্দা বীরেন্দ্র দুবে (৩০) গোঁদা আদালতে
বরাবাঁকিতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, আহত এক


বরাবাঁকি, ২৭ অক্টোবর (হি.স.) : সোমবার সকালে উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার রামনগর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত আরও একজন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর কলোনির বাসিন্দা বীরেন্দ্র দুবে (৩০) গোঁদা আদালতে জুনিয়র সহকারী পদে কর্মরত ছিলেন। সেদিন সকালে তিনি সহকর্মীর সঙ্গে বাইকে করে গোঁদা যাচ্ছিলেন। গোঁদা-বহরাইচ মহাসড়কে উঠতেই একটি ট্রাক পিছন থেকে তাঁদের বাইকে ধাক্কা মারে। দু’জনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক বীরেন্দ্রকে মৃত ঘোষণা করেন। আহত আকাশের চিকিৎসা চলছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande