
আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : সোমবার রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএসএফ-এর ইস্টার্ন কমান্ডের স্পেশাল ডিরেক্টর জেনারেল মহেশ কুমার আগরওয়াল (আইপিএস) এবং বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইনস্পেক্টর জেনারেল অলক কুমার চক্রবর্তী।
এই বৈঠকে ত্রিপুরা জুড়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি জোরদার করার বিভিন্ন উদ্যোগ এবং সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করেন মহেশ কুমার আগরওয়াল। সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ রোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএসএফ-এর গৃহীত পদক্ষেপও তুলে ধরা হয়।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিএসএফ-এর দায়িত্বশীল ভূমিকা ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি সীমান্ত সুরক্ষায় বিএসএফ-এর অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। রাজভবনের তরফে জানানো হয়েছে, এই ধরনের আলোচনামূলক বৈঠক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ