টেট উত্তীর্ণদের ক্ষোভ তুঙ্গে, দ্রুত সার্টিফিকেট ও নিয়োগের দাবিতে টিআরবিটি দফতরে অবস্থান
আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট-১ ও টেট-২) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড (টিআরবিটি)। প্রায় দুই হাজারেরও বেশি পরীক্ষার্থী সফলতা অর্জন করলেও এখনও পর্যন্ত তাঁদের হাতে
বিক্ষোভ প্রদর্শন


আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট-১ ও টেট-২) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড (টিআরবিটি)। প্রায় দুই হাজারেরও বেশি পরীক্ষার্থী সফলতা অর্জন করলেও এখনও পর্যন্ত তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়নি। ফলে উত্তীর্ণদের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার সকাল থেকে একদল টেট উত্তীর্ণ প্রার্থী টিআরবিটি দফতরে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা জানান, সার্টিফিকেট না থাকায় তাঁরা আসন্ন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও ফলপ্রকাশের পর সার্টিফিকেট প্রদানের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না হওয়ায় তাঁদের ক্ষোভ আরও বেড়েছে।

প্রার্থীদের অভিযোগ, রাজ্যের বহু সরকারি ও অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাবের কারণে পাঠদানের মান ব্যাহত হচ্ছে। তাঁদের দাবি, রাজ্যে যে সংখ্যক শূন্যপদ রয়েছে, তা বর্তমান উত্তীর্ণ প্রার্থীর সংখ্যার থেকেও বেশি। তাই সকল টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা জরুরি।

তাঁরা আরও সতর্ক করে জানিয়েছেন, যদি শীঘ্রই সার্টিফিকেট প্রদান ও নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তবে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। তাঁদের কথায়, “শিক্ষাক্ষেত্রের উন্নতি ও বেকারত্ব দূরীকরণের স্বার্থে সরকারের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। সার্টিফিকেট প্রদানে বিলম্বের কোনও যুক্তি নেই।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande