সোনামুড়ায় গাঁজা বিরোধী অভিযান, ধ্বংস ২.৫ লাখ গাছ
সোনামুড়া (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে সিপাহিজলা জেলায় একটি বিশাল যৌথ গাঁজা বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। সোনামুড়া মহকুমার ধনীরামপুর এডিসি গ্রাম, বিজয়নগর এডিসি গ্রাম এবং ছাগাড়িয়া বনভূমি জুড়ে এই অভিযান চালানো হয়। বিভিন্ন
ত্রিপুরা পুলিশ


সোনামুড়া (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে সিপাহিজলা জেলায় একটি বিশাল যৌথ গাঁজা বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। সোনামুড়া মহকুমার ধনীরামপুর এডিসি গ্রাম, বিজয়নগর এডিসি গ্রাম এবং ছাগাড়িয়া বনভূমি জুড়ে এই অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৩০ একর জমিতে বিস্তৃত ৩০টি গাঁজা বাগান এবং ২টি নার্সারি প্লট সনাক্ত করে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ২,৫০,০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এতে রাজ্যের অবৈধ মাদক উৎপাদন ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় আঘাত হানল তদন্তকারী সংস্থাগুলি। এ অভিযানে অংশ নেয় সোনামুড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ-এর বাতাদোলা, মাতিনগর, কুলুবাড়ি, এনসি নগর ও আনন্দপুর বিওপি। তাছাড়া বক্সনগর, সোনামুড়া ও যাত্রাপুর বন দফতরের কর্মকর্তা,৭, ১১ এবং ১৪ নম্বর ব্যাটালিয়ন টিএসআর বাহিনীর জওয়ানরা।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধ্বংস করা গাছগুলির কালোবাজারি মূল্য কয়েক কোটি টাকারও বেশি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পুলিশ সূত্রের দাবি, মাদক চক্রের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের সনাক্ত করার কাজ চলছে এবং তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে।

প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এধরনের অভিযান চলবে যাতে সোনামুড়া-সহ সীমান্তবর্তী এলাকায় গাঁজা চাষ ও চোরাচালানের ওপর কঠোরভাবে লাগাম টানা যায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande