কৈলাসহরে পানীয় জলের সমস্যার সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠক
কৈলাসহর (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : মহকুমাজুড়ে দীর্ঘদিন ধরে চলমান পানীয় জলের সমস্যার সমাধানে সোমবার ঊনকোটি জেলার কৈলাসহর সার্কিট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী
কৈলাসহরে বৈঠক


কৈলাসহর (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : মহকুমাজুড়ে দীর্ঘদিন ধরে চলমান পানীয় জলের সমস্যার সমাধানে সোমবার ঊনকোটি জেলার কৈলাসহর সার্কিট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী টিংকু রায়।

বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, ডিডব্লিউএস বিভাগের প্রতিনিধিরা, পাশাপাশি কৈলাসহর মহকুমার অন্তর্গত সকল পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানেরা।

সভায় মূলত মহকুমাজুড়ে দীর্ঘস্থায়ী পানীয় জল সংকটের কারণ চিহ্নিতকরণ, ক্ষতিগ্রস্ত গ্রামীণ এলাকার জন্য বাস্তবসম্মত ও টেকসই সমাধান প্রণয়নের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়। অবকাঠামোগত ঘাটতি, রক্ষণাবেক্ষণে প্রশাসনিক জটিলতা এবং পরিশ্রুত পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দফতর ও স্থানীয় সংস্থাগুলির সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী টিংকু রায় বলেন, “সমস্যা সমাধানে সকলের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনকল্যাণের স্বার্থে গঠনমূলক পরামর্শ ও একাত্মতার ভিত্তিতেই এই বৈঠক ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও জানান, শীঘ্রই এলাকাভিত্তিক জরিপ, ক্ষতিগ্রস্ত জল সরবরাহ প্রকল্পের পুনর্বিবেচনা এবং প্রয়োজনে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধানের দিকেই সরকার এগোবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande