
কদমতলা (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে বাম-কংগ্রেস জোটের উপর রাজনৈতিক চাপ আরও গভীর হল। রাজনগর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার ফলে প্রধান রেবা দাসকে তাঁর পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
পঞ্চায়েত প্রধান রেবা দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গত ৯ অক্টোবর জেলা পঞ্চায়েত দফতরে জমা পড়ে। সোমবার বিকেলে প্রিসাইডিং অফিসার কাজল দাসের তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১ সদস্যের মধ্যে মাত্র ২ জন প্রধানের পক্ষে ভোট দেন, বাকি ৯ জন তাঁর অপসারণের পক্ষে রায় দেন।
রাজনগর গ্রাম পঞ্চায়েতে সিপিএম ২, কংগ্রেস ৪ এবং বিজেপি ৫টি আসনে জয়ী হয়েছিল। তবে সিপিএম ও কংগ্রেস মিলে বামগ্রেস জোট গঠন করে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে। সিপিএমের রেবা দাস প্রধান এবং কংগ্রেসের কবির হোসেন উপপ্রধান হন। সময়ের সাথে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে এবং বিজেপি ও কংগ্রেসের কয়েকজন সদস্য একজোট হয়ে অনাস্থা প্রস্তাব আনেন।
প্রিসাইডিং অফিসার কাজল দাস জানান, ভোটগ্রহণের সব নথি জেলা পঞ্চায়েত দফতরে পাঠানো হয়েছে। এখন জেলা কর্তৃপক্ষ পঞ্চায়েত পুনর্গঠন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কালাগাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতের পর রাজনগরে এই হার বাম-কংগ্রেস জোটের জন্য বড় ধাক্কা। কদমতলা ব্লকে জোটের প্রভাব স্পষ্টভাবে কমছে এবং নতুন রাজনৈতিক সমীকরণের দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ