সাত দফা দাবিতে ‘আমরা বাঙালি’ দলের আন্দোলন শুরু, শিবনগরে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান
আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : সাত দফা দাবিকে কেন্দ্র করে সোমবার থেকে সারা ত্রিপুরা জুড়ে আন্দোলন কর্মসূচি শুরু করেছে ‘আমরা বাঙালি’ দলের ত্রিপুরা রাজ্য কমিটি। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন আগরতলার শিবনগরস্থিত দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে
আমরা বাঙালীর বিক্ষোভ


আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : সাত দফা দাবিকে কেন্দ্র করে সোমবার থেকে সারা ত্রিপুরা জুড়ে আন্দোলন কর্মসূচি শুরু করেছে ‘আমরা বাঙালি’ দলের ত্রিপুরা রাজ্য কমিটি। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন আগরতলার শিবনগরস্থিত দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মী-সমর্থকরা। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের দফতরে লিখিত ডেপুটেশন জমা দেন।

দলের রাজ্য কমিটির সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করে বলেন, “ত্রিপুরা রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি চরমে। রাজ্যে আইনের শাসন কার্যত নেই, ফলে প্রশাসনের কর্মী থেকে সাধারণ মানুষ—কেউই নিরাপদ নন। এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন জরুরি।

তিনি আরও দাবি জানান, নাগরিক সমাজের উদ্যোগে ডাকা বনধ চলাকালীন কমলপুর মহকুমার শান্তির বাজারে যে হামলার ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি রাজ্যজুড়ে বাড়তে থাকা নেশার ব্যবহার রোধ, বেকারত্ব সমস্যার সমাধান এবং বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিও তোলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন মহকুমা ও জেলায় ছড়িয়ে দেওয়া হবে। দাবি আদায় না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande