
আমবাসা (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে ফের উঠল বড় প্রশ্ন। ধলাই জেলার আমবাসা রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে এক শিশু সহ ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর ১৫৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ-এর একটি বিশেষ দল গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি নির্দিষ্ট বগিতে তল্লাশি চালিয়ে এই ছয়জনকে আটক করে। আটককৃতদের নাম— অহিদুল হক (২৯), পরমা বেগম (৩০) (কাল্পনিক নাম), মহিমা শেমানি (২০) (কাল্পনিক নাম), রুপা ফিরদৌসি (১০) (কাল্পনিক নাম), মহম্মদ. বিল্লাল শেখ (২৪) এবং মহম্মদ রুপন শেখ (২)(কাল্পনিক নাম)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সকলেই বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে এসেছে। নির্মাণ শ্রমিক ও রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দিকে যাচ্ছিল তারা। তারা আরও স্বীকার করে, এক এজেন্টের সাহায্যে টাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে।
বাংলাদেশ থেকে এমন ধারাবাহিক অনুপ্রবেশ দেশের নিরাপত্তা ব্যবস্থা ও সীমান্ত সুরক্ষার উপর গুরুতর প্রশ্ন তুলছে বলে মনে করছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ