
কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): আসন্ন জগদ্ধাত্রী পূজার সময় যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে ২৮.১০.২০২৫ থেকে ০১.১১.২০২৫ পর্যন্ত হাওড়া থেকে নানা পথে বাড়তি ট্রেন দেওয়া হচ্ছে।
৩৬০৮৭ হাওড়া - মাসগ্রাম পরিষেবা (হাওড়া থেকে ১৯:২৭এ ছাড়ার কথা) বর্ধমান পর্যন্ত বাড়ানো হবে। একই দিনে বর্ধমান - হাওড়া স্পেশাল বর্ধমান থেকে ২২:১০ মিনিটে ব্যান্ডেল হয়ে ছাড়বে।
২৮.১০.২০২৫ থেকে ০১.১১.২০২৫ পর্যন্ত ৩৬০৮৮ মাসগ্রাম - হাওড়া লোকাল ট্রেন পরিষেবা বাতিল থাকবে। তাছাড়া, আপ ৬৩৫০১ হাওড়া - বর্ধমান লোকাল হাওড়া থেকে রাত ১:৪৫ মিনিটে ছাড়বে। আগামী ২৯শে থেকে ২ নভেম্বর পর্যন্ত হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে সমস্ত স্টেশনে ট্রেন থামবে। ৫৩০০২ আজিমগঞ্জ - হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল এবং হাওড়ার মধ্যে ২ নভেম্বর পর্যন্ত সমস্ত স্টেশনে ট্রেন থামবে।
৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল ২৮শে থেকে থেকে ১ নভেম্বর পর্যন্ত হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, হিন্দমোটর, উত্তরপাড়া, বালি, বেলুড় এবং লিলুয়ায় থামবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত