
গণ্ডাছড়া (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : 'প্রধানমন্ত্রী ঊষা' প্রকল্পের অধীন নারী ক্ষমতায়ন বিষয়ক দুই-দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ধলাই জেলার গণ্ডাছড়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। ২৭ ও ২৮ অক্টোবরের এই কর্মশালার লক্ষ্য উচ্চশিক্ষায় নারীর সমতা, অংশগ্রহণ ও ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করা।
সোমবার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমাশাসক চন্দ্রজয় রিয়াং। উদ্বোধক ও বিশেষ অতিথি ছিলেন বিহার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অঞ্জু ত্যাগী। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন কঞ্চনপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ শ্রীমন্ত রায়।
শিক্ষার্থী রিশার সঞ্চালনায় অতিথিদের বরণ, স্মারক প্রদান ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষার্থীদের পরিবেশিত উদ্বোধনী সংগীত কর্মশালার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
নোডাল অফিসার বেকন দেববর্মা স্বাগত ভাষণে বলেন, “নারী শিক্ষা ও অংশগ্রহণ ছাড়া সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়।” বক্তৃতায় ডঃ অঞ্জু ত্যাগী উল্লেখ করেন, “শিক্ষাই নারীর প্রকৃত শক্তি, যা তাঁকে স্বাবলম্বী ও সমাজের দিশারী করে তোলে।” ডঃ শ্রীমন্ত রায় নারীর ক্ষমতায়নে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ও একাডেমিক চেতনার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি চন্দ্রজয় রিয়াং প্রশাসনে নারীর নেতৃত্বকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
সভাপতির ভাষণে কলেজের প্রিন্সিপাল (ইন-চার্জ) সুপ্রিয়া সরকার নারী শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ধন্যবাদজ্ঞাপন করেন আয়োজক কমিটির সম্পাদক ডঃ মুকেশ চৌধুরী।
এরপর শুরু হয় প্রযুক্তিগত অধিবেশন, যার বিষয় ছিল “নারী ও উচ্চশিক্ষা : ক্ষমতায়নের পথরেখা”। মধ্যাহ্নভোজ শেষে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে দলগত আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। বিকেলের প্রশ্নোত্তর পর্যায়ে অংশগ্রহণকারীরা নারী শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন।
সারসংক্ষেপমূলক মন্তব্যের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হয় এবং দ্বিতীয় দিনের কর্মশালায় নীতিগত কাঠামো ও সম্প্রদায়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের দিশা নির্দেশ করা হবে বলে জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ