ভিলওয়ারায় গাড়ি উল্টে মৃত ২,আহত ২
ভিলওয়ারা, ২৮ অক্টোবর (হি.স.) : রাজস্থানের ভিলওয়ারা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । আহত আরও ২ জন । ঘটনাটি ঘটেছে , সোমবার সন্ধ্যায় গুলাবপুরা থানা অন্তর্গত এলাকায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত দুই মহিলার নাম চন্দা দেবী (
গৌতম বুদ্ধ নগরে ট্র্যাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত এক


ভিলওয়ারা, ২৮ অক্টোবর (হি.স.) : রাজস্থানের ভিলওয়ারা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । আহত আরও ২ জন । ঘটনাটি ঘটেছে , সোমবার সন্ধ্যায় গুলাবপুরা থানা অন্তর্গত এলাকায়।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত দুই মহিলার নাম চন্দা দেবী (৭৫) । তিনি মধ্যপ্রদেশের করেরা এর বাসিন্দা। মঞ্জু দেবী (৫৫) , তিনি গোয়ালিয়রের বাসিন্দা। আহত দুইজনের নাম শিবকুমার গোয়েল (৬১) ও সীমা গোয়েল (৫২), তারা উভয়েই কোটার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কাছে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাঠে উল্টে যায়। ঘটনায় চারজন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক চন্দা দেবী ও মঞ্জু দেবীকে মৃত বলে ঘোষণা করেন। শিবকুমার গোয়েল ও সীমা গোয়েল বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande