ভারতমালা এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে মৃত ৩ , আহত ৪
জালোর, ২৮ অক্টোবর (হি.স.): রাজস্থানের ভারতমালা এক্সপ্রেসওয়েতে দু''টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে সাঞ্চৌর এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের ন
ভারতমালা এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে মৃত ৩ , আহত ৪


জালোর, ২৮ অক্টোবর (হি.স.): রাজস্থানের ভারতমালা এক্সপ্রেসওয়েতে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে সাঞ্চৌর এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের নাম অরুণ (৩৫), তাঁর স্ত্রী বন্দনা (৩৩), মেয়ে ধিয়ারা (৪) তাঁরা জাসোলের বাসিন্দা।

অরুণ , তাঁর স্ত্রী এবং মেয়ে-ছেলে ও আত্মীয়রা বিয়ে বাড়ি থেকে গাড়িতে সুরাট ফিরছিল। সেই সময় এক্সপ্রেসওয়ের উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই অরুণ, বন্দনা ও ধিয়ারা প্রাণ হারায় । আহত আরও ৪ জন। দুর্ঘটনার সময়ে একাংশ এক্সপ্রেসওয়েতে মেরামত চলছিল, তাই উভয় দিকের যানবাহন এক লেন থেকে চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার খবর জসোল গ্রামে শোকের ছায়া নেমে আসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande