
গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি.স.) : জুবিন গার্গ মৃত্যু-মামলার পাঁচ অভিযুক্ত যথাক্ৰমে শ্যামকানু মহন্ত (সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক), সিদ্ধার্থ শর্মা (জুবিনের ম্যানেজার), জুবিনের খুড়তুতো ভাই সন্দীপন গার্গ, গায়কের ব্যক্তিগত দুই নিরাপত্তা কর্মী নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যকেকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন কামরূপ মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম)।
চোদ্দদিনের হেফাজত শেষে বাকসা জেলা কারাগার থেকে আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বিচারপতির সামনে হাজিরা দিয়েছিলেন তাঁরা। ছট পূজা উপলক্ষ্যে ছুটির দিন থাকায় সশরীরে তাঁদের আদালতে হাজির করা যায়নি। তাই ভার্চুয়াল পদ্ধতির প্রয়োজন হয়ে পড়েছিল।
গত ১৫ অক্টোবর এই পাঁচ অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল আদালত। পরে তাঁদের বাকসা কারাগারে নিয়ে যাওয়া হয়। এখনও তাঁরা বাকসা কারাগারে বন্দি।
প্রসঙ্গত, এই মামলায় গ্রেফতার অন্য দুই অভিযুক্ত জুবিন গার্গের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গত ১৭ অক্টোবর নিয়ে যাওয়া হয়েছে হাফলং উপ-কারাগারে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস