চন্দননগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭০ ফুটের বিশাল মণ্ডপ, আহত বেশ কয়েকজন
চন্দননগর, ২৮ অক্টোবর (হি.স.) : চন্দননগরের কানাইলাল পল্লীতে পুজো শুরুর মুখেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার মণ্ডপ। উল্টে গেল বিশালাকার জগদ্ধাত্রী প্রতিমাও। আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত
চন্দননগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭০ ফুটের বিশাল মণ্ডপ, আহত বেশ কয়েকজন


চন্দননগর, ২৮ অক্টোবর (হি.স.) : চন্দননগরের কানাইলাল পল্লীতে পুজো শুরুর মুখেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার মণ্ডপ। উল্টে গেল বিশালাকার জগদ্ধাত্রী প্রতিমাও। আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । বেশ কয়েকজন দর্শনার্থীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। জানা গেছে, এবারের পুজোয় দর্শনার্থীদের বড় চমক দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। কিন্তু খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই সবটাই উল্টে যায়। রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।

সূত্রের খবর, যে সময় এই ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু দর্শনার্থী ছিলেন মণ্ডপের ভিতরে। মুহূর্তেই জানা যায় দু’জন আহত হয়েছেন। পরবর্তীতে আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ততক্ষণে উদ্ধার কাজে হাত লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজে হাত লাগান ক্লাবের সদস্যরাও। মণ্ডপের নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের দ্রুত চন্দননগর হাসাপাতালে পাঠানো হয়। সেখানেই চলছে চিকিৎসা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande