
উত্তরকাশী, ২৮ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গাছ থেকে পড়ে এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে জাখোল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গণকুপাড়া নামক একটি গ্রামে ।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম চতর সিং (৩৩), তিনি জাখোল গ্রামের বাসিন্দা । তিনি ঘাস কাটতে কাটতে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। গ্রামবাসীরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হেলিকপ্টারের অনুরোধ করেন। মঙ্গলবার দুপুরে হেলিপ্যাড আহত ব্যক্তিকে উদ্ধার করে । পরে তাঁকে হাসপতালে পাঠানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন