
কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): বাংলায় যদি একজন প্রকৃত ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে ১ লক্ষ মানুষ দিল্লিতে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবে, হুঁশিয়ারি দিয়ে বললেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর দিনই অভিষেক বললেন, এবার তারা চালাকির সঙ্গে অসমকে এসআইআর থেকে বাদ দিয়েছে। কেন? অসমই একমাত্র রাজ্য যেখানে বিজেপি শাসিত। তাদের লক্ষ্য শুধু বাংলা। নির্বাচন কমিশন অফিসের বাইরে এক লক্ষ মানুষ বিক্ষোভ করবে। প্রয়োজনে দিল্লিতেও এই বিক্ষোভ অব্যাহত থাকবে এবং অমিত শাহের পুলিশ কিছুই করবে না। আমি বিজেপিকে চ্যালেঞ্জ জানাচ্ছি: এসআইআর-এর কারণে যদি একজন যোগ্য ভোটারের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে দিল্লি পশ্চিমবঙ্গের শক্তি বুঝতে পারবে। বাংলাদেশের সঙ্গে পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে। সহজ প্রশ্ন হল: যদি রোহিঙ্গারা ভারতে এসে থাকে, তাহলে তারা কেবল বাংলাতেই নয়, আরও চারটি রাজ্যেও এসেছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য স্পষ্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা