
শিলিগুড়ি, ২৮ অক্টোবর (হি.স.): বাউন্সারের দল নিয়ে ছট ঘাটে যেতে দেখা গেল শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি অনিতা মাহাতকে। সুরক্ষার জন্যই বাউন্সারদের নিয়ে ঘাটে গিয়েছিলেন বলে দাবি ওই বিজেপি পুর প্রতিনিধির পরিজনদের।
সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো দেখা যেতেই অনেকেই কটাক্ষ করছেন। দেখা দিয়েছে বিতর্ক| মেয়র গৌতম দেব বলেন, হাজার হাজার ছটব্রতীরা দণ্ডি কেটে ঘাটে গিয়েছেন। কোথাও কিছু হয়নি। সর্বত্র পুলিশ ছিল। জানিনা উনি যেটা করেছেন সেটা ফ্যাশন নাকি অন্য কিছু। জনপ্রতিনিধি তিনি, একটু ভেবে কিছু করা উচিত। আমাদের বললে আমরাই ব্যবস্থা করে দিতাম।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ