ছট পূজা : গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের পাণ্ডুঘাটে উষা-অর্ঘ্য মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি.স.) : ছট পূজা উপলক্ষ্যে গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের পাণ্ডুঘাটে আজ মঙ্গলবার প্রাতঃকালে সূর্যের প্রথম কিরণ উদয়লগ্নে অর্ঘ্য অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। অর্ঘ্য অর্পণের পর মুখ্যমন্ত্রীকে ঘিরে ব্যাপক উচ্ছ্বসিত ছিলে
ছটপূজা উপলক্ষ্যে গুয়াহাটির পাণ্ডুঘাটে ঊষা অৰ্ঘ্য অৰ্পণ মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার


উচ্ছ্বসিত ভক্তকুলের মধ্যমণি মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা


গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি.স.) : ছট পূজা উপলক্ষ্যে গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের পাণ্ডুঘাটে আজ মঙ্গলবার প্রাতঃকালে সূর্যের প্রথম কিরণ উদয়লগ্নে অর্ঘ্য অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

অর্ঘ্য অর্পণের পর মুখ্যমন্ত্রীকে ঘিরে ব্যাপক উচ্ছ্বসিত ছিলেন উপস্থিত আবালবৃদ্ধবনিতা ভক্তকুল। মুখ্যমন্ত্রী বলেন, ‘ঊষা অর্ঘ্য’ ছট পূজার শেষ দিন। এই দিন নতুন আশা, শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। তাই ‘ঊষা অর্ঘ্য’ অর্পণ করে অসমের পাশাপাশি গোটা দেশবাসীর নতুন আশা, শক্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘ভক্তরা সূর্যোদয়ের আগে ঘাটে এসে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভঙ্গ করেছেন। সকল ভক্ত ও তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সূর্য ঈশ্বর এবং ছঠি মাইয়া সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রদান করুন। ছট মহাপর্বের শেষ অনুষ্ঠান ঊষা অর্ঘ্য উপলক্ষ্যে ভক্তবৃন্দ সহ ছঠি মাইয়ার আশীর্বাদ গ্রহণের পরম সৌভাগ্য হয়েছে আমার। জয় সূর্য দেবতা।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande