কাছাড়ে বন অধিকার আইন সেলের দুটি পদে আবেদনপত্র আহ্বান জেলা প্রশাসনের
শিলচর (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : বন অধিকার আইন বাস্তবায়ন এবং জনজাতি সম্প্রদায়ের কল্যাণমূলক কার্যক্রমকে আরও জোরদার করতে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয় থেকে বন অধিকার আইন সেলের অধীনে দুটি চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য কাছাড় জেলার অধিবাসীদের কাছ
কাছাড়ে বন অধিকার আইন সেলের দুটি পদে আবেদনপত্র আহ্বান জেলা প্রশাসনের


শিলচর (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : বন অধিকার আইন বাস্তবায়ন এবং জনজাতি সম্প্রদায়ের কল্যাণমূলক কার্যক্রমকে আরও জোরদার করতে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয় থেকে বন অধিকার আইন সেলের অধীনে দুটি চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য কাছাড় জেলার অধিবাসীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অসম সরকারের জনজাতি বিষয়ক (সমতল) বিভাগের সচিবের কাছ থেকে প্রাপ্ত পত্রের অনুসরণে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বন অধিকার আইন সেলের অধীনে কো-অর্ডিনেটর এবং এমআইএস / প্রোগ্রাম (এফআরএ) / অ্যাসোসিয়েট (এফআরএ), এই দুটি পদে ১১ মাসের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এফআরএ কো-অর্ডিনেটর পদে মাসিক পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৩৫ হাজার টাকা এবং এমআইএস / প্রোগ্রাম অ্যাসোসিয়েট কর্মচারীদের মাসোহার ২৫ হাজার।

কো-অর্ডিনেটর পদের জন্য প্রার্থীকে সমাজ বিজ্ঞান বা সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি, মৌলিক তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান এবং গ্রামোন্নয়ন ও জনজাতি কল্যাণ ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অন্যদিকে এমআইএস / প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদের জন্য প্রার্থীর পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বা সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি সহ তথ্যপ্রযুক্তি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা এবং বৃহৎ পরিসরের তথ্য প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। উভয় পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী) নির্ধারিত হয়েছে।

বন অধিকার আইন সেলের অধীনে নিয়োজিত সকল কর্মীকে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক ভিত্তিতে নিয়োগ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কর্তৃপক্ষের কাছে একটি অঙ্গীকারনামা দাখিল করতে হবে। প্রয়োজনে সাক্ষাৎকার স্থগিত বা বাতিল করার পূর্ণ ক্ষমতা সংরক্ষিত আছে জেলাশাসকের হাতে, এর জন্য কোনও কারণ দর্শানোর প্রয়োজন হবে না।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র আসাম গ্যাজেটের পার্ট-নয় (IX)-এ প্রকাশিত স্ট্যান্ডার্ড ফর্মে পূরণ করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র ও বয়স সংক্রান্ত স্ব-স্বাক্ষরিত নথি সংযুক্ত করে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের পার্সোনেল শাখায় ১৫ নভেম্বর (২০২৫) বিকেল পাঁচটা পর্যন্ত জমা দিতে হবে। প্রতিটি পদের জন্য জমা দিতে হবে আলাদা আবেদনপত্র।

সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনও যাতায়াত ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না। ইচ্ছুক আবেদনকারীরা বিশদ বিবরণের জন্যে কাছাড় জেলা প্রশাসনের নিজস্ব ওয়েব সাইট cachar.assam.gov.in-এ লগ ইন করতে পারেন। শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande