ঘূর্ণিঝড় মন্থার প্রভাব ট্রেন ও বিমান পরিষেবায়
বিশাখাপত্তনম, ২৮ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসাবে ৬৫টিরও বেশি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করল রেল। প্রভাব পড়তে পারে বিমান পরিষেবাও। ইস্ট কোস্ট রেলের তরফে জানানো হয়েছে, বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত বিশাখাপত্তনম- তিরুপতি, বিশাখা
ঘূর্ণিঝড় মন্থার প্রভাব ট্রেন ও বিমান পরিষেবায়


বিশাখাপত্তনম, ২৮ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসাবে ৬৫টিরও বেশি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করল রেল। প্রভাব পড়তে পারে বিমান পরিষেবাও।

ইস্ট কোস্ট রেলের তরফে জানানো হয়েছে, বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত বিশাখাপত্তনম- তিরুপতি, বিশাখাপত্তনম-চেন্নাই, বিশাখাপত্তনম- কিরণদুল, বিশাখাপত্তনম-কোরাপুট রুটে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ওড়িশা এবং অন্ধ্র করিডরের বেশ কিছু ট্রেনও বন্ধ রাখা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা বিমান চলাচলেও। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমান সংস্থা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande