রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮
জয়পুর, ২৮ অক্টোবর (হি. স.): রাজস্থানের জয়সলমেরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৮। মঙ্গলবার জয়পুরের এসএমএস চিকিৎসাধীন অবস্থায় পীর মহম্মদের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ । তাঁর স্ত্রী বিগত সাত দিন আগে একই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।
রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮


জয়পুর, ২৮ অক্টোবর (হি. স.): রাজস্থানের জয়সলমেরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৮। মঙ্গলবার জয়পুরের এসএমএস চিকিৎসাধীন অবস্থায় পীর মহম্মদের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ । তাঁর স্ত্রী বিগত সাত দিন আগে একই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।

উল্লেখ্য, দুর্ঘটনার দিন ঘটনাস্থলেই ১৯ জন মারা গিয়েছিলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এর পর থেকে একে একে আরও কয়েকজন আহত প্রাণ হারান। প্রসঙ্গত উল্লেখ্য , রাজস্থানের জয়সলমেরে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল দিনকয়েক আগে। বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা চিৎকার শুরু করেন। জানা গেছে এই দুর্ঘটনায় তিন শিশু সহ ১৬ জন যাত্রী গুরুতর আহত হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande