
দুর্গাপুর, ২৮ অক্টোবর (হি.স.) : নাবালিকা ধর্ষণ মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুই। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজবাঁধ এলাকায় অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের মে মাসে কাঁকসার বামনাবেড়া এলাকায় দলেরই এক কর্মীর নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে সহদেব ঘোড়ুইয়ের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। আদালতের একাধিক হাজিরার নির্দেশ সত্ত্বেও বিগত পাঁচ বছর সে অধরা ছিল। সম্প্রতি রাজবাঁধের এক পরিচিতের বাড়িতে আশ্রয় নিলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে।
ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি বিধায়কের আশ্রয়েই এতদিন আত্মগোপন করে ছিল অভিযুক্ত। এ প্রসঙ্গে বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, “মেয়েটির সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল। পরে চাপের মুখে মিথ্যা মামলা করা হয়েছে। আইন নিজের পথে চলবে।”
অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “বিজেপি বিধায়করা যেভাবে ভাইপো-ভাইপো করেন, এবার আমরা তাঁদের জন্য ধর্না মঞ্চ করে দেব।”
এদিন দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপির কর্মী বা নেতাদের নানাভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। লক্ষণ ঘোড়ুই একজন প্রতিষ্ঠিত নেতা। ওনার পরিবারের কাউকে কালিমালিপ্ত করার চেষ্টা হলে বিজেপি পরিবার তাঁর পাশে থাকবে। আইন নিজের পথে চলবে।”
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা