স্বাধীনতার ৭৮ বছর পরও পৌঁছায়নি বিদ্যুৎ
উত্তরকাশী, ২৮ অক্টোবর (হি.স.) : স্বাধীনতার পর কেটে গেছে ৭৮ বছর। অথচ এখনও পৌঁছায়নি বিদ্যুৎ পরিষেবা। জানা গেছে , উত্তরকাশী জেলার গোবিন্দ জাতীয় উদ্যান অঞ্চলের সীমান্তবর্তী সাতুদি গ্রামের মটেনা বস্তিতে এখনও অন্ধকার , আলো জ্বালানোর জন্য পৌঁছায়নি এখনও বি
স্বাধীনতার ৭৮ বছর পরও পৌঁছায়নি বিদ্যুৎ


উত্তরকাশী, ২৮ অক্টোবর (হি.স.) : স্বাধীনতার পর কেটে গেছে ৭৮ বছর। অথচ এখনও পৌঁছায়নি বিদ্যুৎ পরিষেবা। জানা গেছে , উত্তরকাশী জেলার গোবিন্দ জাতীয় উদ্যান অঞ্চলের সীমান্তবর্তী সাতুদি গ্রামের মটেনা বস্তিতে এখনও অন্ধকার , আলো জ্বালানোর জন্য পৌঁছায়নি এখনও বিদ্যুৎ ।

গ্রামের ৩৫টি তফসিলি জাতির পরিবার বসবাস করে। তারা দীর্ঘদিন ধরে অন্ধকারে জীবনযাপন করতে বাধ্য। স্থানীয় সূত্রে জানা গেছে , প্রশাসন ও উচ্চ আধিকারিকদের কাছে বারবার আবেদন করার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামের প্রধান জানান, এখানকার মানুষ অনেক অসুবিধায় আছে। তবে বিদ্যুৎ বিভাগীয় নির্বাহী আধিকারিক জানিয়েছেন, রাজীব গান্ধী ও দীনদয়াল উপাধ্যায় সৌভাগ্য প্রকল্পের আওতায় সব গ্রাম বিদ্যুতায়িত করার কাজ করা হয়েছে, কিন্তু মটেনা বস্তি কেন বাদ পড়ল তা তদন্ত করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande