জুয়ার ঠেকে পুলিশের হানায় গ্রেফতার ৫,আদালতে পেশ
বাঁকুড়া, ২৮ অক্টোবর (হি.স.) : সোনামুখী থানার পুলিশ জুয়ার ঠেকে হানা দিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার একটি বিশেষ দল মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণবাটি জঙ্গলে অভিযান
জুয়ার ঠেকে পুলিশের হানায় গ্রেফতার ৫,আদালতে পেশ


বাঁকুড়া, ২৮ অক্টোবর (হি.স.) : সোনামুখী থানার পুলিশ জুয়ার ঠেকে হানা দিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার একটি বিশেষ দল মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণবাটি জঙ্গলে অভিযান চালায়।

অভিযানে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে ধরে ফেলা হয়। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি মোটরসাইকেল, বিপুল অঙ্কের নগদ অর্থ, তাসসহ জুয়া সংক্রান্ত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার বিষ্ণুপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জুয়া-বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande