
রায়পুর, ২৮ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় মন্থার কারণে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণ ও মধ্য ছত্তিশগড়ের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে দক্ষিণ জেলাগুলিতে ৬০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রায়পুর, বিলাসপুর, রায়গড়, দুর্গ, রাজনন্দগাঁও এবং বালোদ সহ ১০টি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । দান্তেওয়াড়া, সুকমা, বিজাপুর, নারায়ণপুর, কোন্ডাগাঁও এবং কাঙ্কের সহ বস্তার বিভাগের বেশিরভাগ জেলায় মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিগত ২৪ ঘন্টায় রায়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং পেন্দ্রা রোডে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন