জগদলপুর: বস্তরে ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা বৃষ্টি
জগদলপুর, ২৮ অক্টোবর (হি.স.) : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার ছত্তিশগড়ের বস্তর অঞ্চলে সকাল থেকেই ঘন মেঘ ও হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। আবহ বিদের মতে, ঘূর্ণিঝড় কিছু দূর এগিয়ে দুর্বল হয়ে গেলে নভেম্বরের শুরু থেকে শীতের প্রভাব বাড়তে পারে।
জগদলপুর: বস্তরে ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা বৃষ্টি


জগদলপুর, ২৮ অক্টোবর (হি.স.) : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার ছত্তিশগড়ের বস্তর অঞ্চলে সকাল থেকেই ঘন মেঘ ও হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। আবহ বিদের মতে, ঘূর্ণিঝড় কিছু দূর এগিয়ে দুর্বল হয়ে গেলে নভেম্বরের শুরু থেকে শীতের প্রভাব বাড়তে পারে।

মঙ্গলবার মৌসম ভবন জানিয়েছে, বস্তরের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ছত্তিশগড়ে ৬০–৮০ কিমি/ঘণ্টার গতিতে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনও সতর্কতা জারি করেছে এবং বস্তর, দন্তেওয়াড়া, বিজাপুর, সুকমা, কাঙ্কের ও নারায়ণপুরে জনসাধারণকে সাবধান থাকার নির্দেশ দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande