দীপাবলির পর যাত্রী বিপাকে, লোহাঘাটে বাস চালকদের অনির্দিষ্ট ধর্মঘট
লোহাঘাট (চম্পাবত), ২৮ অক্টোবর (হি. স.) : উত্তরাখণ্ড পরিবহন নিগমের লোহাঘাট ডিপোতে উচ্চ আধিকারিকদের নির্যাতনের অভিযোগে মঙ্গলবার ধর্মঘটে নেমেছেন চালক, কন্ডাক্টর ও কর্মীরা । প্রাদেশিক যৌথ মোর্চার ডাকে শুরু হওয়া এই আন্দোলনে ডিপো থেকে একটিও বাস ছাড়েনি।
দীপাবলির পর যাত্রী বিপাকে, লোহাঘাটে বাস চালকদের অনির্দিষ্ট ধর্মঘট


লোহাঘাট (চম্পাবত), ২৮ অক্টোবর (হি. স.) : উত্তরাখণ্ড পরিবহন নিগমের লোহাঘাট ডিপোতে উচ্চ আধিকারিকদের নির্যাতনের অভিযোগে মঙ্গলবার ধর্মঘটে নেমেছেন চালক, কন্ডাক্টর ও কর্মীরা । প্রাদেশিক যৌথ মোর্চার ডাকে শুরু হওয়া এই আন্দোলনে ডিপো থেকে একটিও বাস ছাড়েনি। দীপাবলির পর কর্মস্থলে ফিরতে থাকা যাত্রীরা পড়েছেন বিপাকে।

কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আধিকারিকরা স্বেচ্ছাচারিতা করছেন। তদন্ত ছাড়াই চালকদের রুট বন্ধ করে দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। এদিন তারা জানিয়েছে, দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande