ত্রিপুরার মন্ত্রিসভার বৈঠকে লোক নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাকরণের প্রেস কর্নারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরেন রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী
মন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাকরণের প্রেস কর্নারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরেন রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী জানান, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনে ম্যানেজার (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল বিভাগ) পদে মোট ১০৪ জন নিয়োগ করা হবে। এছাড়া, সিপাহীজলা জেলার নলছড়ে একটি নতুন মহিলা কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে ‘মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা’ নামে একটি নতুন প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রত্যেক কন্যা সন্তানের জন্য ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করবে রাজ্য সরকার।

মহিলাদের আর্থিক সশক্তিকরণের লক্ষ্যে শিল্প উন্নয়ন দফতরের উদ্যোগে

স্বসহায়ক দলের সদস্যদের সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ‘মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প ২০২৫’ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, মুখ্যমন্ত্রী রাজ্যকে অন্যান্য রাজ্যের সঙ্গে আরও সংযুক্ত করতে উদ্যোগী। দিল্লি সফরের সময় কেন্দ্রীয় মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনাও করছেন তিনি।

এই প্রচেষ্টার ফলস্বরূপ আগরতলা থেকে শিলচর, বাগডোগরা ও আমেদাবাদে নতুন সরাসরি বিমান পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে বিমান পরিষেবা চালুর পরিকল্পনা বর্তমানে স্থগিত রয়েছে, তবে মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং নতুন আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা চালু হবে, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande