রঞ্জি ট্রফি ক্রিকেটে ইডেনে বাংলার বিরুদ্ধে লড়াইয়ে - গুজরাট ৩/১০৪
কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : বাংলা ও গুজরাটের মধ্যেই চলছে লড়াই। রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনের খেলায় টানটান উত্তেজনা। ছয় পয়েন্টের দিকেই এখন তাকিয়ে ইডেন গার্ডেন্সে বাংলা। মঙ্গলবারের খেলা শুরু হতেই বাংলা দলের টার্গেট অল্প কিছু রান তুলে নিয়ে
ইডেন গার্ডেন্সে বাংলা দলের খেতাব জয়ের লড়াই


কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : বাংলা ও গুজরাটের মধ্যেই চলছে লড়াই। রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনের খেলায় টানটান উত্তেজনা। ছয় পয়েন্টের দিকেই এখন তাকিয়ে ইডেন গার্ডেন্সে বাংলা। মঙ্গলবারের খেলা শুরু হতেই বাংলা দলের টার্গেট অল্প কিছু রান তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দেওয়া এবং তা সফল। দ্বিতীয় ইনিংসে বাংলা দলের ৩ বোলার সফরকারী দলকে বেকায়দায় ফেলার জন্যে সবরকম চেষ্টার ত্রুটি রাখে নি। এর ফলস্বরূপ মহম্মদ সামির তরফে প্রথম আঘাত। এরপর আকাশদীপ ও শাহবাজ আহমেদ। ত্রিমুখী আক্রমণ। ৮ম ওভারের মধ্যেই প্রথম তিনটি উইকেট পড়ে যায় গুজরাটের। দলগত স্কোর তখন তাদের ৩/৫০ রান। একনজরে উইকেট পতনের তালিকায় এদিন নবতম সংযোজন করতে - রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার হয়ে ১০০ তম উইকেট সে তুলে নিয়েছে। এদিকে, ১৫ ওভারে তাদের স্কোর দলগতভাবেই - ৩/৭৪ রান ও ২৩ ওভারে ৩/১০৪ রান। আরও ৭টি উইকেট তুলতে চাইছে বাংলা এবং তা আটকাতে গুজরাট দৃঢ়প্রতিজ্ঞ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande