কাঞ্চনপুরে শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ
কাঞ্চনপুর (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : শিক্ষক বদলির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর। মঙ্গলবার সকালে কর্ণজয় চৌধুরী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাঞ্চনপুর- জলেবাসা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। জানা গেছে,
রাস্তা অবরোধ


কাঞ্চনপুর (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : শিক্ষক বদলির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর। মঙ্গলবার সকালে কর্ণজয় চৌধুরী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাঞ্চনপুর- জলেবাসা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

জানা গেছে, স্কুলের বিজ্ঞান শিক্ষক পঙ্কজ স্যারকে অন্য বিদ্যালয়ে বদলি করার নির্দেশ আসে সম্প্রতি। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্রছাত্রীরা রাস্তায় নামে এবং দাবি তোলে— আমাদের স্কুলেই পঙ্কজ স্যারকে রাখতে হবে।

অবরোধের ফলে দীর্ঘক্ষণ ধরে কাঞ্চনপুর-জলেবাসা সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় অভিভাবক ও শিক্ষাপ্রেমীদের মতে, পঙ্কজ স্যারের আন্তরিকতা ও পড়ানোর মান ছাত্রছাত্রীদের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল, তাই তাঁর বদলির খবরে স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীদের মধ্যে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande