
আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : মোহনপুর মহকুমার অন্তর্গত বামুটিয়া ব্লকের ভোগজর এলাকায় মঙ্গলবার সকাল থেকে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে এই সড়ক অবরোধ আন্দোলন।
অবরোধকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে এলাকায় পানীয় জলের মারাত্মক সমস্যা চলছে। পাম্প অপারেটর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও বিজেপি বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা অবশেষে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।স্থানীয়দের দাবি, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ