
শিলিগুড়ি, ২৮ অক্টোবর (হি.স.): রাজ্যে এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু হতেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নিজ উদ্যোগে নিজস্ব বিধায়ক কার্যালয়ের সামনে চালু করলেন ‘এসআইআর সহায়তা ক্যাম্প’।এই ক্যাম্পে সাধারণ মানুষ ভোটার তালিকা সংশোধন, ভুল তথ্য সংশোধনের সমস্ত সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।বিধায়ক শংকর ঘোষের দাবি, “অনেক মানুষ প্রক্রিয়াটি ঠিকভাবে বোঝেন না অথবা অনলাইন পদ্ধতিতে সমস্যায় পড়েন। তাই তাদের সুবিধার্থে এই সহায়তা শিবির শুরু করা হয়েছে।” শঙ্কর ঘোষ বলেন, আমরা ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য প্রদান করে ভোটারদের সহায়তা করছি। আমাদের নির্বাচনী এলাকার বুথ লেভেল অফিসারের নাম, এসআইআর-এর জন্য প্রয়োজনীয় সমস্ত নথি আমরা ডাউনলোড করেছি। আমাদের কাছে ২০০২ সালের ভোটার তালিকাও রয়েছে, যাতে লোকেরা সহজেই তাদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সাথে মেলাতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা