সিরসা: ১৬ কেজি মাদক সহ গ্রেফতার এক পাচারকারী
সিরসা, ২৮ অক্টোবর (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল হরিয়ানার সিরসা জেলা পুলিশ। চাট্টা গ্রাম এলাকা থেকে এক পাচারকারীকে ১৬ কিলোগ্রাম ৭০ গ্রাম মাদক ( পোস্ত) সহ গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম তরসেম সিং, সে পঞ্জাবের বঠিন্ডা জেলার বাসিন
সিরসা: ১৬ কেজি মাদক সহ গ্রেফতার এক পাচারকারী


সিরসা, ২৮ অক্টোবর (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল হরিয়ানার সিরসা জেলা পুলিশ। চাট্টা গ্রাম এলাকা থেকে এক পাচারকারীকে ১৬ কিলোগ্রাম ৭০ গ্রাম মাদক ( পোস্ত) সহ গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম তরসেম সিং, সে পঞ্জাবের বঠিন্ডা জেলার বাসিন্দা।

এক পুলিশ আধিকারিক জানান, সোমবার রাতে পুলিশের টহল চলাকালীন চাট্টা গ্রাম সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে থামায়। পুলিশ দেখে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার হয় ১৬ কেজি ৭০ গ্রাম মাদক ( পোস্ত) । অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, পুলিশের পৃথক এক অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের ৪৯ গ্রাম ৭০ মিলিগ্রাম মাদক ( হেরোইন) উদ্ধার হয়। ধৃতের নাম কুলদীপ সিং, পঞ্জাবের ফাজিলকা জেলার মোহনওয়ালে গ্রামের বাসিন্দা।অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, আগেই এক অভিযানে মল্লেকাঁ এলাকা থেকে জগসির ওরফে শিরা নামে এক ব্যক্তির কাছ থেকে ওই হেরোইন উদ্ধার হয়েছিল। তদন্তে জানা যায়, মাদকটি কুলদীপ সিং-এর কাছ থেকে আনা হয়েছিল। পুলিশ অভিযানে কুলদীপকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে, তাকে দু’দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande