
সোনারপুর , ২৮ অক্টোবর (হি.স.) : ছটপুজোর অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলারের দাদাগিরি নিয়ে উত্তেজনা ছড়াল সুভাষগ্রামে। অভিযোগ, রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে ঘাট পরিষ্কার ও ত্রাণ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল অনুগামীরা। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার মিলন সরকার।
অভিযোগ, তাঁর উপস্থিতিতেই অনুগামীদের দিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়। সাহায্য করতে আসায় মুকুল দে নামে এক বিজেপি কর্মীকে নির্মমভাবে মারধর করা হয়। ছবি তোলার চেষ্টা করলে আরও একজন, সুভাস কুমার সাউ, হামলার শিকার হন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানান, ছটপুজোর প্রস্তুতিতে সহযোগিতা করছিলেন বিজেপি কর্মীরা, কিন্তু ত্রাণসামগ্রী বিতরণে তৃণমূল নেতৃত্ব বাধা দেয়। ঘটনা সম্পর্কে জানতে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, রাজপুর টাউন তৃণমূল সভাপতি শিবু ঘোষ ও কাউন্সিলার মিলন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা