
জম্মু, ২৮ অক্টোবর (হি.স.): মঙ্গলবার সকাল থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের স্বাভাবিক হয়েছে সব ধরনের যান চলাচল। ছোট গাড়িগুলিকে দুই দিক থেকেই যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, তবে বড় গাড়িগুলিকে আপাতত শুধু জম্মু থেকে শ্রীনগরের দিকে যেতেই ছাড়পত্র দেওয়া হয়েছে। শ্রীনগর থেকে জম্মুর দিকে বড় গাড়িগুলিকে আপাতত চলাচলের ছাড়পত্র দেওয়া হয়নি।
ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান, মঙ্গলবার সকাল থেকে জাতীয় সড়কে স্বাভাবিক নিয়মে যান চলাচল শুরু হয়েছে। যান চলাচলের জন্য নির্ধারিত সময়ের বাইরে কোনও গাড়িকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট সময়ের বাইরে গাড়ি ছাড়ার অনুমতি নেই বলেই জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এসএসজি রোড এবং মুঘল রোডও যান চলাচলের জন্য খোলা রয়েছে। মুঘল রোডে ছোট গাড়িগুলিকে উভয় দিক থেকে চলাচলের অনুমতি দেওয়া হলেও, বড় গাড়িগুলিকে মঙ্গলবার শুধুমাত্র শোপিয়ান থেকে পুঞ্চের দিকে যেতে দেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন