
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): জয়পুর-দিল্লি মহাসড়কে মঙ্গলবার একটি বেসরকারি স্লিপার বাসে আগুন লেগে দু’জন প্রাণ হারিয়েছেন এবং ১২ জন গুরুতর দগ্ধ হয়েছেন। মনোহরপুরের কাছে টোডি গ্রামে বাসটি হাইভোল্টেজ বিদ্যুতবাহী তারের সংস্পর্শে এলে এই ঘটনা ঘটে। গুরুতর আহত যাত্রীদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য জয়পুরে পাঠানো হয়েছে, অন্যদের শাহপুরার একটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।
বাসটি উত্তর প্রদেশের পিলিভিট থেকে শাহপুরায় শ্রমিকদের নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কলকাতা সফররত মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ফোনে ঘটনার বিস্তারিত তথ্য নিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা