তিনসুকিয়ায় যৌথ বাহিনীর সাঁড়িশি অভিযান, আত্মসমর্পণ আলফা (আই) নেতা সমীরণ চেতিয়ার
তিনসুকিয়া (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : অসমের নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট)’-এর এক সক্রিয় ক্যাডার, স্বঘোষিত এসএস কর্পোরাল সমীরণ চেতিয়া ওরফে প্রবীণ অসম তিনসুকিয়া জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। জেলা প
আত্মসমর্পণকারী আলফা (আই) নেতা সমীরণ চেতিয়া


তিনসুকিয়া (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : অসমের নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট)’-এর এক সক্রিয় ক্যাডার, স্বঘোষিত এসএস কর্পোরাল সমীরণ চেতিয়া ওরফে প্রবীণ অসম তিনসুকিয়া জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জাগুনের একটি এলাকায় উগ্রপন্থী ক্যাডার আস্তানা গেড়েছে বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে যৌথভাবে অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। সাঁড়াশি অভিযানে নাস্তানাবুদ হয়ে কোনও গুলি বিনিময় ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আলফা (আই) নেতা সমীরণ।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের সূত্রটি জানিয়েছে, ২০২২ সালে আলফা (আই) উগ্ৰপন্থী সংগঠনে যোগ দিয়েছিল তিনসুকিয়া জেলার জাগুনের বাসিন্দা সমীরণ চেতিয়া। আলফা (আই)-এ যোগদানের পর তার নাম হয় প্রবীণ অসম। আলফা (আই)-এ দলে যোগ দেওয়ার আগে ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন)-এর সঙ্গে জড়িত ছিল সে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande