যাত্রাপুরে পুলিশের অভিযানে ১,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, একজন গ্রেফতার
সোনামুড়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ মঙ্গলবার সকালে নিদয়া গাংকুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জা
ত্রিপুরা পুলিশ


সোনামুড়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ মঙ্গলবার সকালে নিদয়া গাংকুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ মিয়ার ছেলে কামরুল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১,৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকগুলি ১০টি পৃথক প্যাকেটে রাখা ছিল, যার মোট ওজন ১৬২ গ্রাম। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৭৫,০০০ টাকা।

অভিযানে ২৮ বছর বয়সী ফরিদ মিয়া-কে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্মৃতিকান্ত বর্ধন বলেন, “এই মাদকবিরোধী অভিযান আমাদের চলমান প্রচেষ্টার অংশ। পুলিশ সমাজ থেকে মাদকের অপব্যবহার নির্মূল করতে সজাগ এবং প্রতিশ্রুতিবদ্ধ।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande