বিলোনিয়ায় কংগ্রেসের সাংগঠনিক সভা, রাজ্যের আইনশৃঙ্খলা অবনতিতে ক্ষোভ প্রকাশ
বিলোনিয়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সফরে এসে প্রদেশ কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি ও মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বরা মঙ্গলবার এক সাংগঠনিক বৈঠক করেন। বিলোনিয়া কংগ্রেস ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ ক
কংগ্রেসের সভা


বিলোনিয়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সফরে এসে প্রদেশ কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি ও মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বরা মঙ্গলবার এক সাংগঠনিক বৈঠক করেন। বিলোনিয়া কংগ্রেস ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, ওবিসি প্রদেশ নেতৃত্ব মনোরঞ্জন দেবনাথ, এসসি প্রদেশ নেতৃত্ব নিরঞ্জন দাস, এসটি প্রদেশ নেতৃত্ব জিলিম কুমার রিয়াং, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ইন্দ্রমানিক জমাতিয়া, দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্বরা।

সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা এবং সংগঠনকে আরও মজবুত করার কৌশল নিয়ে আলোচনা হয়। সাংগঠনিক বৈঠকের ফাঁকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের অবনতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃত্বদের অভিযোগ, “রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ, চিকিৎসক ও ইঞ্জিনিয়ারদের মত গুরুত্বপূর্ণ পেশার মানুষও নিরাপদ নয়। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তারা আরও বলেন, “সরকার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। জনসাধারণের আস্থা ক্রমেই হারাচ্ছে সরকার।”

সভা শেষে প্রদেশ কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি ও মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বরা আশ্বাস দেন, আগামী দিনে তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande