জেল রোডের রাস্তাঘাট ও নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করলেন সাংসদ রাজীব
আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মঙ্গলবার আগরতলার বনমালিপুর বিধানসভা কেন্দ্রের ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব মন্দির সংলগ্ন জেল রোড এলাকায় পরিদর্শন করেন। সাংসদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল এলাকাটির রাস্তাঘাট ও নিষ্কাশ
সাংসদ রাজীব ভট্টাচার্য


আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মঙ্গলবার আগরতলার বনমালিপুর বিধানসভা কেন্দ্রের ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব মন্দির সংলগ্ন জেল রোড এলাকায় পরিদর্শন করেন।

সাংসদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল এলাকাটির রাস্তাঘাট ও নিষ্কাশন ব্যবস্থার বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং তাৎক্ষণিক সংস্কারের প্রয়োজনীয় স্থানগুলি চিহ্নিত করা।

পরিদর্শনকালে রাজীব ভট্টাচার্য স্থানীয় দলীয় নেতা, কর্মী এবং এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি নাগরিক সমস্যাগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সাংসদ জানান, সরকার ও প্রশাসনের উদ্যোগে শহরের অবকাঠামো উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande