বিলোনিয়ায় ক্ষেত মজুর ইউনিয়নের সাত দফা দাবিতে মিছিল ও ডেপুটেশন
বিলোনিয়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : সাত দফা দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের আয়োজন করা হয়। এদিন দুপুরে বিলোনিয়া কলেজ স্কয়ারের অগ্নিবীণা কমিউনিটি হলের সামনে থেকে
মিছিল বিলোনিয়ায়


বিলোনিয়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : সাত দফা দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের আয়োজন করা হয়। এদিন দুপুরে বিলোনিয়া কলেজ স্কয়ারের অগ্নিবীণা কমিউনিটি হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিপুল বৈদ্যর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল সাত দফা দাবির স্মারকলিপি জেলার অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন।

সংগঠনের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল— গৃহহীনদের পাকা গৃহ প্রদানে জিও-ট্র্যাকিংয়ে বৈষম্য বন্ধ করা, রেগা প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ ও প্রতিদিন ৩৪০ টাকা মজুরি নিশ্চিত করা, ৬০ বছরের ঊর্ধ্ব ক্ষেতমজুরদের ভাতা প্রদান, বাতিল করা জব কার্ড পুনরায় চালু করা ইত্যাদি।

সভায় বক্তব্য রাখেন ক্ষেত মজুর ইউনিয়নের জেলা নেতৃত্ব চিওরঞ্জন বসাক, স্বপন বিশ্বাস, সিপিআই(এম) দক্ষিণ জেলা সম্পাদক তাপস দও। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য ও মহকুমা নেতৃত্ব বাসুদেব মজুমদার, ত্রিলোকেশ সিনহা, বিজয় তিলক, বাবুল দেবনাথ প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করেন, রাজ্যে সাধারণ শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande