
আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির উদ্দেশ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের উদ্যোগে মঙ্গলবার আগরতলায় অনুষ্ঠিত হল সতর্কতা সচেতনতা সপ্তাহ।
এই উপলক্ষে আগরতলার অভয়নগরস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিস থেকে একটি জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ব্যাঙ্ক অফিস থেকে শুরু হয়ে সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির কাছে শেষ হয়।
র্যালিতে ব্যাঙ্কের কর্মকর্তা, কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সততা, স্বচ্ছতা এবং নৈতিক দায়িত্বশীলতার বার্তা প্রচার করেন।
এই প্রসঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার বলেন, “সতর্কতা সচেতনতা সপ্তাহের এই র্যালিটি ব্যাঙ্কের এক ধারাবাহিক কর্মসূচির অংশ। এর মাধ্যমে আমরা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা ও স্বচ্ছতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চাই।”
ব্যাঙ্কের এই উদ্যোগ নীতিগত ব্যাঙ্কিং অনুশীলন এবং সমাজের সঙ্গে দায়িত্বশীল সম্পৃক্ততার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে বলে তথ্যভিজ্ঞ মহলের দাবি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ