বীরভূমে দুই তরুণীকে নিগ্রহর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে
বীরভূম, ২৮ অক্টোবর (হি.স.): বীরভূমে দুই জনজাতি তরুণীর পথ আটকে তাঁদের নিগ্রহ করা, কুপ্রস্তাব দেওয়া এবং জাত তুলে গালিগালাজের অভিযোগে এ বার গ্রেফতার করা হল ব্লক তৃণমূল নেতার ছেলেকে। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ঘটনাটি ঘটেছিল
বীরভূমে দুই তরুণীকে নিগ্রহর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে


বীরভূম, ২৮ অক্টোবর (হি.স.): বীরভূমে দুই জনজাতি তরুণীর পথ আটকে তাঁদের নিগ্রহ করা, কুপ্রস্তাব দেওয়া এবং জাত তুলে গালিগালাজের অভিযোগে এ বার গ্রেফতার করা হল ব্লক তৃণমূল নেতার ছেলেকে। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেলে। ওই দিন বিকেলে কোচিং সেন্টার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন দুই জনজাতি তরুণী। অভিযোগ, তাঁদের পথ আটকায় বাইক আরোহী তিন যুবক। অভিযুক্তদের মধ্যে এক তৃণমূল নেতার ছেলেও ছিল। নিগৃহীতা এক তরুণীর পরিবারের অভিযোগের পরেই এক অভিযুক্তকে ধরেছিল পুলিশ। এ বার ধরা পড়ল দ্বিতীয় জন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande