সোনারপুরে কাস্টমস অফিসার হামলা কাণ্ডে আরও এক গ্রেফতার, ধৃত সাবির ওরফে মন্টু
সোনারপুর, ২৯ অক্টোবর (হি. স.) : সোনারপুরে কাস্টমস অফিসারের উপর হামলার ঘটনায় নতুন মোড়। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাবির হোসেন ওরফে মন্টু, বাড়ি রাঘবপুর এলাকায়। অভিযোগ, ঘটনার দিন আবাসনের মধ্যে হাতে রড নি
সোনারপুরে কাস্টমস অফিসার হামলা কাণ্ডে আরও এক গ্রেফতার, ধৃত সাবির ওরফে মন্টু


সোনারপুর, ২৯ অক্টোবর (হি. স.) : সোনারপুরে কাস্টমস অফিসারের উপর হামলার ঘটনায় নতুন মোড়। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাবির হোসেন ওরফে মন্টু, বাড়ি রাঘবপুর এলাকায়। অভিযোগ, ঘটনার দিন আবাসনের মধ্যে হাতে রড নিয়ে ঢুকতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্তের ছবি স্পষ্টভাবে ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এর ভিত্তিতেই শুরু হয় তদন্ত এবং শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় মন্টুকে।

বুধবার তাঁকে তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। তদন্তের স্বার্থে পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। সূত্রের খবর, তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আগেই ধরা পড়া চারজন জামিনে মুক্ত। পুলিশের দাবি, নতুন এই গ্রেফতার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র এনে দিতে পারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত মন্টু ওই আবাসনের আশপাশেই প্রায়ই যাতায়াত করত। ফলে, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে তার ভূমিকা কতটা গভীর, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে আদালতে। পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা অর্থাৎ সহঅপরাধীর ভূমিকার বিষয়টিও যুক্ত করার আবেদন করা হয়েছে। এই ঘটনার পর গোটা এলাকায় ফের বাড়ানো হয়েছে নিরাপত্তা।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande